মো: মারুফ হোসেন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বেকার যুবকদের নিয়ে ৬০ দিন ব্যাপী আইজিএ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে গতকাল শনিবার শহরের গোবিন্দনগরস্থ ইএসডিও’র প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের (অতিরিক্ত সচিব) ও প্রকল্প পরিচালক ড. মো: আলফাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) তৃতীয় পর্যায়, আরডিএ অংশের বগুড়া উপ প্রকল্প পরিচালক ও পিএইচডি. পরিচালক, আরডিএ ড. মোহাম্মদ মনসুর রহমান, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, মিনাল কম্পিউটার প্রশিক্ষন একাডেমীর পরিচালক সাজ্জাদুর রহমান সাজু, ইকো ইন্সটিটিউট অফ টেকনোলজি (ইআইটি)’র অধ্যক্ষ শাহরিয়ার মাহমুদ প্রমুখ।