বুধবার , ৬ এপ্রিল ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে একটি ভেড়ার খামারে একদল কুকুরের হামলায় সাতটি ভেড়ার মৃত্যু হয়েছে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ৬, ২০২২ ১১:০৫ পূর্বাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে পল্লীতে একদল কুকুরের হামলায় খামারের ৭টি ভেড়া মারা গেছে। মঙ্গলবার (৫ এপ্রিল -২০২২) বিকালে উপজেলার নিজপাড়া ইউনিয়নের নতুনহাট গ্রামের বকুল চন্দ্র রায়ের খামারে এ ঘটনা ঘটে।

খামার মালিক মৃত কমলা কান্ত রায়ের ছেলে বকুল চন্দ্র রায় জানান, বাড়ির পাশে নিজ পুকুর পাড়ে একটি ভেড়ার খামার গড়ে তোলেন তিনি। প্রতিদিনের মতো খামার ভেড়াগুলোকে খাবার দেওয়া হয়। মঙ্গলবার বিকালে হঠাৎ করে একদল কুকুর ভেড়ার খামারে হামলা চালায়। খামার থেকে ভেড়ার চিৎকারে বের হয়ে দেখেন ৮ থেকে ১০টি কুকুর তার ভেড়াগুলোকে ঘিরে ধরে কামড়াচ্ছে। এতে খামারে ৭টি ভেড়া মারা যায়। এ ঘটনায় আরও ৫টি ভেড়া জখম হয়ে মারাত্মকভাবে আহত হয়েছে। সব মিলিয়ে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। ঘটনার পর এলাকায় কুকুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস বলেন, বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। উচ্চ আদালতের নির্দেশনা থাকার কারণে কুকুর নিধন বন্ধ রয়েছে। তবে জনগণের জানমাল রক্ষার্থে কুকুরের হামলা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

পৌরশহরসহ উপজেলার ১১টি ইউনিয়নের হাট-বাজার সমূহে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। এসব কুকুরের আক্রমণ করছে মানুষসহ বিভিন্ন গবাদিপশুকে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে। দুই বছর আগেও দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা শহরে বেওয়ারিশ কুকুর নিধন করা হতো। কিন্তু প্রাণী হত্যার বিষয়টি মানবতা পরিপন্থী হওয়ায় এখন কুকুর নিধন বন্ধ রয়েছে। অসুস্থ ও বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়েছে। এই ভ্যাকসিন দেওয়া হলে বিষক্রিয়া হারাবে কুকুর, পাশাপাশি প্রজনন ক্ষমতা হ্রাস পাবে বলে বিশেষজ্ঞরা জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে সায়মা পারভেজ রিসোর্টের শুভ উদ্বোধন

সারাদেশে করোনায় সর্বোচ্চ রেকর্ড ১৬৪ জনের মৃত্যু, শনাক্ত ৯৯৬৪

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর নকলেরে অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে !

কোভিড-১৯: ঠাকুরগাঁওয়ে পৌঁছেছে ৪৮ হাজার ডোজ টিকা

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজদের ভয়ে এলাকা ছাড়লো গাছিরা– খেজুরের গুড় তৈরি বন্ধ

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই উন্নত বাংলাদেশ গড়তে চাই —নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

প্রধানমন্ত্রীর উপহার হরিপুরে ১০১ গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর

ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি

বীরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা