মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ কর্তৃক মাদক সহ ১ নারীকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্ত্বিতে বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী থানার এসআই সম্রাটের নেতৃত্বে একটি টিম উপজেলার বলরামপুর ইউপির চামেশ্বরী গ্রামের জনৈক রুহুলের বশত বাড়ীতে অভিযান চালিয়ে তার স্ত্রী ইতি আক্তার(২২) কে আটক করে। এসময় ইতির দেয়া স্বীকারোক্তি মোতাবেক তাদের বাড়ি থেকে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা সহ ইতি কে আটক করে পুলিশ। এর আগে তার স্বামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।উদ্ধার কৃত ইয়াবা ও গাঁজার মূল্য আনুমানিক ৫ হাজার টাকা। এ ঘটনায় ইতি সহ তার স্বামী রুহুলের নামে আটোয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। আটোয়ারী থানার ওসি(তদন্ত) মোঃ দুলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।