বুধবার , ১৩ এপ্রিল ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে আনারসের কেজি ৭০ টাকা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১৩, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় আনারস বিক্রি হচ্ছে কেজি দরে। প্রতি কেজি আনারস ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর তরমুজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। সরেজমিনে দেখা গেছে, বড় সাইজের আনারস গুলো ওজনে প্রায় দুই কেজি হচ্ছে। তাই একটি বড় সাইজের আনারসের জন্য দাম গুনতে হচ্ছে ১৪০ টাকা। আর মাঝারি সাইজের একটি তরমুজ (৫ থেকে ৬ কেজি) ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। দোকানিরা বলছেন, তারা আনারস ও তরমুজ বেশি দামে কিনছেন। তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। এক পিস আনারস ১৫০ টাকা বা এক পিস তরমুজের দাম ৩০০ টাকা চাওয়া যায় না। বিষয়টি খারাপ দেখায়। ক্রেতারা দাম শুনেই চলে যান। এজন্য তারা কেজি দরে বিক্রি করছেন। তবে প্রশাসনের নজরদারির অভাবে কেজি দরে আনারস ও তরমুজ কিনে ঠকতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
বাজারে তরমুজ কিনতে আসা রাকিবুল হক জাগো নিউজকে বলেন, ‘ছোট একটি তরমুজ কিনতে চেয়েছি। বিক্রেতা একদাম ৫০ টাকা কেজি চাইলেন। ওজন করে দেখি পাঁচ কেজি হয়েছে। ওজন করানোর পর না নিলে খারপ দেখায়। তাই কিনতে হলো।’আনারস কিনতে আসা সাকেরুল আহসান বলেন, ‘আনারস এখন কেজি দরে বিক্রি হচ্ছে, তাও আবার ৭০ টাকা। ইফতারে ফলমূল খাওয়ার অভ্যাস বাদ দেবো বলে ভাবছি। এখন ভয় হচ্ছে কবে থেকে যে কলাও কেজি দরে কিনতে হয়।’ঠাকুরগাঁও হাজিপাড়ার বাসিন্দা রইসুল ইসলাম। তিনি সাংবাদিকদেরকে বলেন, ‘প্রথম রোজা থেকে বাজারে এসে ঘুরে ঘুরে শুধু ফল দেখি। কেনার সাধ্য হয়নি। রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিং দরকার। তাহলে হয়তো কিছুটা স্বস্তি আসবে।’
এ বিষয়ে ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী সাংবাদিকদেরকে বলেন, ‘নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। তবে দূরের বাজারগুলোতে একটু কম যাওয়া হচ্ছে। তরমুজ ও আনারসের বিষয়ে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আসন্ন দূর্গা পূজাকে সামনে রেখে মহালয়া উপলক্ষ্যে গনেশতলা বারোয়ারী সমিতি’র সাংস্কৃতিক অনুষ্ঠান

তিনদিনের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে লেবু ও খিরা

আবারও পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ পঞ্চগড়-১ আসনে হাইব্রিড নেতাকে মনোনিত করার প্রতিবাদে এবং মনোনয়ন বাতিল দাবিতে সংবাদ সম্মেলন

সেতাবগঞ্জ পৌরসভার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিস্ফোরক মামলায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি কারাগারে !

বিরলে লিচুতে বিরুপ প্রভাব আমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা

পঞ্চগড়ে করতোয়া সেতুর নিচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

বোচাগঞ্জে প্রধানমন্ত্রী কাছে ইসলামী ফাউন্ডেশনের স্মারকলিপি প্রদান

খানসামায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন  অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

খানসামায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো: কামাল হোসেন – জেলার সেরা নির্বাচিত