পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় জেলা শহরের করতোয়া সেতুর নিচে থেকে মেহেদী বাবু (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জুমআর নামাজের পর পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত মেহেদী বাবু ঠাকুরগাঁও জেলা শহরের নিশ্চিন্তপুর গ্রামের মৃত সাফায়তুল্লাহ পাটোয়ারীর ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার জুমআর নামাজের পর নদী থেকে পাথর তোলার সময় শ্রমিকরা সেতুর নিচে একজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন করতোয়া সেতুর নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আমরা ধারণা করছি ওই ব্যক্তি নেশাগ্রস্থ ছিলেন। লাশের পাশ থেকে নেশার সরঞ্জাম পাওয়া গেছে। নেশাগ্রস্থ অবস্থায় হয়তোবা সেতুর ওপর থেকে নিচে পড়ে গিয়ে সে মারা যেতে পারে। তবে ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।