শনিবার , ১৬ এপ্রিল ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা ঠাকুরগাঁও চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী-কর্মকর্তাদের মানবেতর জীবন যাপন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১৬, ২০২২ ১২:০৩ পূর্বাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,,
দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও জেলার একমাত্র ভারী শিল্প কারখানা চিনিকল। এ মিলের করপোরেশনের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের এককালীন গ্র্যাচুয়িটি বাবদ প্রাপ্য রয়েছে ২৭২ দশমিক ৫ কোটি টাকা। এ অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন তারা। আসন্ন ঈদের আগে তাদের প্রাপ্য টাকা পরিশোধের জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে দৃষ্টি আকর্ষন করেন তরা।
ঠাকুরগাঁও চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী শ্রমিকদের পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক মো: আমজাদ হোসেনের সাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন যাবত বকেয়া টাকা না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে পারছেন না তারা। সন্তানদের ২ বেলা ঠিকমত আহার দিতে পারছেন না; সন্তানদের পড়ালেখার খরচ চালাতে পারছেন না। এ অবস্থায় মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে দীর্ঘদিন থেকে যোগাযোগ করা হলেও চিনি শিল্প সংস্থা কোন উদ্যোগ গ্রহন করেনি। এর মধ্যে অনেক অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন উল্লেখ করে সংগঠনের পক্ষ থেকে গ্র্যাচুইটির পাওনা বিল সংশোধন করে ২ দশমিক ৮৮ হারে প্রদান, পি,এফ এর কর্তনকৃত ১ দশমিক ৬৭ টাকা হারে বিল প্রদান এবং অর্জিত ছুটির বিল সংশোধন করে বর্ধিত হারে প্রদানের আহবান জানানো হয় স্মারকলিপিতে। আরও উল্লেখ করা হয় ২২ সালে আরও ৩৯০ জন শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী অবসরে যাবেন। এতে করে সব মিলে মোট ৩৪১ দশমিক ৬৯ কোটি টাকার পাওনা দাড়াবে। উপরোল্লিখিত বিষয়টি জাতীয মানবাধিকার কমিশনের গোচরীকৃত হয়ে কমিশনের সুয়োমোটো আদেশে অর্থ সচিব ও শিল্প সচিবকে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করলেও কার্যকর পদক্ষেপ গ্রহন না করায় ক্ষোভ প্রকাশ করে প্রধামন্ত্রীর দৃষ্টি আকর্ষন করা হয় স্মারকলিপির মাধ্যমে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজন সম্মাননা

পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজন সম্মাননা

জুয়েলারি শিল্পের ভ্যাটের সমস্যা সমাধানে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চায় বাজুস–দিলীপ কুমার রায়

অনশনের পর হাবিপ্রবিতে ছাত্র সংসদ গঠনে ৮ সদস্যের কমিটি

পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ঠাকুরগাঁওয়ের আইন শৃংখলা কমিটির সভা

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে ও জনসমাবেশে ঠাকুরগাঁওয়ে বক্তব্য রাখেন- ডাঃ জাহিদ

এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষকবৃন্দের মানববন্ধন ও স্মারকলিপি

চিরিরবন্দরে নার্সারিতে অভিযান পরিবেশবিরোধী ইউক্যালিপ্টাস-আকাশমনি চারা ধ্বংস