র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরএর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন শংকরপুর ইউনিয়নের শালকী সন্তোষ পাড়া গ্রামে অভিযান চালিয়ে ৯৫ বোতল ফেন্সিডিল সহ রুবিনা(৪০)কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী বেশকিছুদিন যাবৎ দিনাজপুর তার বাড়ীর নিকটবর্তী ভারতীয় সীমান্ত এলাকা হতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে গোপনে ফেন্সিডিলকম মূল্যে ক্রয় করে ব্যবসার উদ্দেশ্যে নিজ বসত ঘরে সংরক্ষন করে খুচরা মাদক ব্যবসায়ীদের নিকটও মাদকসেবীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে মাদক ব্যবসা করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করাহয়েছে।