‘‘শিক্ষার সাথে সংস্কৃতির নান্দনিক বিকাশে হোক সমৃদ্ধ সমাজ’’ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে ৩ দিনব্যাপী বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
শনিবার সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা (সিএসসি)-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মিন আরা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শাখার শিক্ষক সুশীলা টুডু।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উদ্বোধনীর পর বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, ইংরেজী ছড়া আবৃত্তি, ছড়া গান, নৃত্য, সংগীত, প্রতিযোগিতা শুরু হয়। ৩ দিন ব্যাপী বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শেষ দিনে বিতর্ক প্রতিযোগিতা ও গণিত অলিম্পিয়াড এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।