শূক্রবার ২৩ এপ্রিল রাতে র্যাব-১৩ দিনাজপুর এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার কোতয়ালী থানাধীন ৭ নং উথরাইল ইউনিয়নের বালেয়ামারী মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি ৭৫০ গ্রাম মাদক দ্রব্য গাঁজা সহ আসামী মোঃ মাজেদুর রহমান (৩০) গ্রেফতার করে। সে জেলার কোতয়ালী থানার নিশ্চিতপুর গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে মাদক দ্রব্য সংগ্রহ করে ¯’ানীয় ভাবে বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স¦ীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।