ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের ২৯ মাইল কদমতলী নামকস্থানে মোটরসাইকেল ও যাত্রীবাহী কোচের মুখোমুখি সংঘর্ষে দুইজন এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। তারা হলেন-দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সঞ্জিত রায় ও সাহাদত হোসেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ সারোয়ার হোসেন জানান, ঢাকা থেকে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী নৈশ্য কোচের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।