হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মহান মে দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মে
দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি/সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
এসময় বক্তব্য রাখেন হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল,মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।