বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর -২০২৩) বেলা ১১টার দিকে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর ২০২৩ মহান বিজয় দিবস যথাযথ উদযাপনের লক্ষে প্রস্তুতি আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর মেয়র মোঃ মোশাররফ হোসেন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান ৷ অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কালিপদ রায়, মোঃ তরিকুল ইসলাম, মোঃ কবিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোনায়েম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, জেলা পরিষদের সদস্য মোঃ রোকনুজ্জামান বিপ্লব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো জুলফিকার আলী শাহ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: ছানাউল্লাহ, বিভিন্ন সরকারি-বে-সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পিয়ুষ, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন, শিক্ষক ও বিভিন্ন এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী সুধীজন উপস্থিত ছিলেন । সভায় সরকারী নির্দেশনা মোতাবেক যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।