পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগঁাওয়ের পীরগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সংগঠনটির উপজেলা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম, শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাহেব আলী, এস আই কামাল হোসেন, আশরাফুল ইসলাম ,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা,শ্রমিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সহ সাংবাদিক ও উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।