দিনাজপুরে সানরাইজ নার্সিং ইনস্টিটিউট এর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ১০ জুলাই-২০২৩ সোমবার সকাল ১০টায় শহরের মুন্সিপাড়াস্থ প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ এস.এম ওয়ারেস। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সানরাইজ নার্সিং ইনস্টিটিউট এর চেয়ারম্যান প্রকৌশলী আলহাজ্ব আবু আহমেদ জাফরুল্লাহ। প্রধান আলোচক ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডেপুটি ডিরেক্টর ডাঃ মুহাম্মদ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সানরাইজ নার্সিং ইনস্টিটিউটের পরিচালক আলহাজ্ব মোঃ নাজমুল হক মোল্লা। অনুষ্ঠানে সানরাইজ নার্সিং ইনস্টিটিউট দিনাজপুরের অধ্যক্ষ মোছাঃ তাজমিন আরা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ কোহিনুর বেগম, দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ আলহাজ্বা আলেজা খাতুন, সানরাইজ নার্সিং ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শামসুদ্দীন মন্ডল, নিউ বিরামপুর নার্সিং ইনস্টিটিউটের পরিচালক মোঃ হারুনুর রশিদ। কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ২য় বর্ষের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সানরাইজ ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর আয়শা সিদ্দিকা।