বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা সনকাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক মোঃ রেজানুল হক রেজু (৫৫) ইন্তেকাল করেছেন।
গতকাল ১৬ মে সোমবার সকাল ১০ টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ যন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ।্ মরহুমের জানাজার নাামাজ ঐ দিন বিকাল ৫.৩০ মিনিটে তার নিজ বাড়ী ইশানিয়া ইউনিয়নের জিনোর গ্রামে ফুরকানিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল আযম সাজ্জাদ সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রুহের মাগফেরাত করেছেন।