বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলায় মঙ্গলবার ( ১৭মে – ২০২২) দুপুর দুপুরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহি অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারির মাধ্যমে ধানচাষী নির্বাচন অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার দর্শন কৃষকের উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভ্যন্তরীণ ইরি বোরো ধান ক্রয়ের নিমিত্তে উন্মুক্ত লটারির মাধ্যমে ইরি-বোরো ধান লক্ষ্যমাত্রা ৭৪১মেট্রিক টন ধান ২৭ টাকা দরে সরাসরি ধান চাষীদের কাছ থেকে ক্রয় করা হবে। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু জাফর মোহাম্মদ সাদেক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মন্ডল, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা নিত্যানন্দ রায়, ও ধানচাষী এবং সুধীজন উপস্থিত ছিলেন।