বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ; দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের রতিনাথপুর মৌজার জেএল নং -৩৭, দাগ নং-১০৪,পুকুরপাড়ের ২.৬৯ একর জমিতে আশ্রায়ন-২ প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয়,ঢাকা এর বাস্তবায়নে ও অধীনে ৮ নং ভোগনগরের ভূমিহীন ও গৃহহীনদের ৪৮টি ঘর নির্মাণের জন্য নির্ধারিত জমিতে আশ্রায়নের কাজের অগ্রগতি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের। “আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার ” স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার বিকেলে উক্ত কাজের অস্থান ও অগ্রগতি পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের সহ প্রকল্প বাস্তবায়ন সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান (মিজান), ভোগনগর ভূমি অফিসের তহশীলদার মোঃ সাইদুর রহমান, ইউপি সদস্য বরেন দেব শর্মা,ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল রানা, সাংবাদিক রেজা মো: তৌফিক, বিকাশ ঘোষ, তোফাজ্জল হোসেন, আ: জলিল, ¯স্থানীয় গণমান্য বক্তিবর্গ ও ৪৮ টি ঘর বরাদ্দ পাওয়া ৪৮ পরিবারের সদস্যসহ শিশুরাও উপস্থিত ছিলেন।