বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২০ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কাজের উদ্বোধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৫, ২০২০ ৪:০৭ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের মাহাতাবপুর গ্রামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্পের বাস্তবায়নে আশ্রয়ন-২ প্রকল্পের অধীন ‘ভুমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেনীর পরিবারের জন্য গৃহ নির্মাণ’ প্রকল্প বাস্তবায়ন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা কমিশনার (ভুমি) মো. ডালিম সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াছিন আলী, মরিচা ইউনিয়নের চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল। উল্লেখ্য যে, বীরগঞ্জ উপজেলায় আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় মোট ৩শ টি গৃহ নির্মান করা হবে। সেই অনুযায়ী ১১ নং মরিচা ইউনিয়নে ২৫ টি গৃহ নির্মান কাজের উদ্বোধন করা হলো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত