বুধবার , ১ জুন ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুরে নবাগত ইউএনওর সঙ্গে মত বিনিময়

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ১, ২০২২ ৪:০৬ অপরাহ্ণ

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা।

বুধবার বেলা ১২টার সময় উপজেলা সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান, উপজেলা কৃষি অফিসার রুবেল হুসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, উপজেলা দুদকের সভাপতি সেলিম রেজা তালুকদার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির,সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব‍্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা কর্মচারীসহ
স্থানীয় বিভিন্ন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা সকলের নিকট সহযোগিতা কামনা করেন। হরিপুর উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে হরিপুর উপজেলায় ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ - ঠাকুরগাঁও