রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ বাংলাদেশ সহকারি শিক্ষা অফিসার এসোসিয়েশন কেন্দ্রিয় কমিটির নব-নির্বাচিত সভাপতি কে ৭জুন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাণীশংকৈল উপজেলা শিক্ষক সমিতির সংর্বধনা অনুষ্ঠিত হয়।
সংর্বধনা অনুষ্ঠানে সাবেক প্রধান শিক্ষক গপেন্দ্রনার্থ বর্ম্মনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংর্বধিত অতিথি নব-নির্বাচিত সভাপতি এসএএম রবিউল ইসলাম সবুজ । রির্সোস ইন্সট্রাক্টর আবিদুল হাসান, ঠাকুরগাঁও সহকারি শিক্ষা কর্মকর্তা মমতাজ ফেরদৌশি, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী।
প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,শিক্ষক সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান, প্রধান শিক্ষক ইয়াকুব আলী,ফরিদা ইয়াশমিন, আইয়ুব আলী,কুশমত আলী,রমজান আলী,মকবুল হোসেন প্রমুখ।