দিনাজপুর শহরের বাহাদুর বাজার কাঁচাবাজারে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের অভিযানের পর কাঁচা মরিচের দাম কমেছে।
সোমবার দিনাজপুর শহরের বাহাদুর বাজার কাঁচাবাজারে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বাজার মনিটরিংয়ের পর কাঁচা মরিচ প্রতি কেজি খুচরা ১৬০টাকায় নেমে আসে। যেখানে রবিবারই ক্রেতাদের অভিযোগ ছিল কাাঁমরিচ বিক্রি হয়েছে ৪০০-৫০০ টাকায়। অভিযানের দিনেও কিছু অসাধু বিক্রেতার কারসাজিতে কাঁচামরিচ ২০০-২২০টাকা বিক্রির অভিযোগ থাকলেও পরে তা নেমে আসে পাইকারি ১৪০ ও খুচরা ১৬০টাকা মুল্যে।
এদিকে, এসময় তিনটি চালের দোকানে মুল্য তালিকা অস্পষ্ট ও দৃশ্যমান না থাকায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।
এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর জেলা সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি।
এসময় তিনি জানান, ভোক্তার অধিকার নিশ্চিতে তৎপর রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। অনিয়ম পেলে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবানও জানান তিনি।