দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় টেন্ডারকৃত বিভিন্ন রাস্তার কাজ করে গত প্রায় দুই বছর যাবত অসমাপ্ত ফেলে রাখায় জনজীবন অতিষ্ট হয়ে গেছে। ঠিকাদারেরা চলতি বিল উত্তোলন করার পরও অসমাপ্ত রাস্তার কাজ করছেন না অভিযোগ এনে পৌরবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি দিয়েছেন।
বৃহস্পতিবার শহরের আইন কলেজ মোড়ে বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানবন্ধন পালিত হয়। মানববন্ধনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরীর নিকট অভিযোগ সম্বলিত একটি স্বারকলিপি প্রদান করেন মানববন্ধনকারী জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর ফয়সল হাবিব সুমন, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফুল আলম রমজান, সাবেক কমিশনার আনছার আলী, আল আমিন স্কুল এন্ড কলেজের শিক্ষক মার্সি, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মনসরুল হোসেন ডাবলুসহ বিভিন্ন এলাকার বাসিন্দা ও স্থানীয় দোকান মালিকগণ।
এছাড়াও স্বারকলিপির অনুলিপি স্থানীয় সাংসদ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বরাবর ও দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলালের নিকট জমা দেন তারা।
স্বারকলিপিতে পৌরবাসী উল্লেখ করেছেন, দিনাজপুর পৌর এলাকার প্রায় ২০ রাস্তার টেন্ডার বিগত অর্থ বছরে হয়েছে। কিছু কিছু রাস্তার কাজ শুরু হয়েছে আবার কিছু রাস্তার কাজ এখনও শুরু হয় নি। যেসব রাস্তার কাজ শুরু হয়েছিল, তা শুধুমাত্র ইটের খোয়া বিছিয়ে দুই বছর ফেলে রাখা হয়েছে। এই রাস্তা গুলোয় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন শত গাড়ি রাস্তাগুলো দিয়ে যাতায়াত করায় গর্তের সৃষ্টি হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এতে যানবাহন ও পথচারী ক্ষতির সম্মুখিন হচ্ছে। এছাড়াও রাস্তার পাশেই অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সেই সমস্ত প্রতিষ্ঠানের কমলমতি শিশুরা দুর্ঘটনার শিকার হচ্ছে।
স্বারকলিপিতে পৌরবাসী আরও উল্লেখ করেছেন যে, উক্ত রাস্তার কাজের ঠিকাদার চলতি বিল তুলে নিয়েছে। কিন্তু বিল তুলে ঠিকাদারেরা অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করছেন না। যা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এহেন আচরণ করছে বলে স্বারকলিপিতে স্বাক্ষরিত পৌরবাসীর ধারণা।
আর তাই বরাদ্দ থাকা সত্তে¡ও কেন এসব রাস্তার কাজ সমাপ্ত হচ্ছে না তা খতিয়ে দেখার জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়েছেন পৌরবাসী।