পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় মিলন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ পৌর শহরের মাস্টার মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। মিলন রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাই সাইকেল যোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় সে। মিলন পশ্চিম রঘুনাথপুর মাস্টার মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে। ঘটনার প্রতিবাদে রাস্তায় গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে পীরগঞ্জ-রানীশংকৈল পাকা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। এ সময় বেশ কিছু গাড়ি ভাংচুড় করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, প্যানেল মেয়র আনোয়ার হোসেন ও পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে।
বেলা ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিরা কাজ করছেন।