ঠাকুরগাঁও : “বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু প্রতিকৃতিই নয়, বাংলাদেশের প্রতিচ্ছবি” এ শ্লোগানকে সামনে রেখে কুস্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ।
রবিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সহ-সভাপতি আব্দুস শহীদ বাবু, জেলা শ্রমিকলীগের সভাপতি ফয়জুল, মৎসজীবিলীগের আহবায়ক রুবেল,জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নুিদ্দন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর যুবলীগের আহবায়ক আমির হোসেন রুবেল প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা কুস্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।