বুধবার , ৫ মার্চ ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা প্রশাসনের আয়োজনে ইটভাটা মালিকগণের সাথে মতবিনিময়

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ৫, ২০২৫ ৬:৪১ পূর্বাহ্ণ

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ৪মার্চ-২০২৫ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এবং সংশোধিত আইন-২০১৯’ অনুযায়ী ইটভাটা পরিচালনার লক্ষ্যে দিনাজপুর জেলার ইটভাটা মালিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম’র সভাপতিত্বে সম্মানীত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জানে আলম। বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া, দিনাজপুর জেলা ইটভাটা প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারন সম্পাদক ময়েন উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ সেলিম রেজা, ইটভাটা মালিক আলহাজ্ব আখতারুজ্জামান মিয়াসহ বিভিন্ন ইট ভাটার মালিকবৃন্দ। মতবিনিময় সভার শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম উপস্থিত ১৩ উপজেলার সকল ইটভাটা মালিকদের উদ্দেশ্যে সরকারের দেয়া তথ্য তুলে ধরে বলেন, দিনাজপুর জেলা ১৯৯টি ইটভাটা আছে। এর মধ্যে ৭৭টি বৈধ এবং ১২২ টি অবৈধ ইটভাটা। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী চলতি মাসের ১৭ মার্চ এর মধ্যে অবৈধ ইটভাটার বিষয়ে বিস্তারিত সকল প্রকার তথ্য উচ্চ আদালতে পাঠাতে হবে। এরপর জেলা প্রশাসক উপস্থিত সকল ইটভাটা মালিকদের প্রতি সম্মান রেখে বলেন, আমি এখানে সরকারের প্রতিনিধিত্ব করছি। সরকার যা বলবে আমাকে তাই করতে হবে। এ বিষয়ে আগামী ১৭ই মার্চের আগে ১২২টি অবৈধ ইটভাটার বিষয়ে আপনাদের সকলের পরামর্শ কামনা করছি। ইটভাটা প্রস্তুতকারক মালিক সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসককে বলেন, ১২২টি ইট ভাটায় হাজার হাজার শ্রমিক তাদের জীবিকা নির্বাহ করে আসছে। এখন এই মুহুর্তে প্রশাসনের পক্ষ থেকে যদি এ সকল ইট ভাটাগুলোকে বন্ধ করে দেওয়া হয় তাহলে এসব শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে মারা যাবে। তাই আমাদের অনুরোধ বিষয়গুলো সুবিবেচনায় নিয়ে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন

বীরগঞ্জে অপহরণ মামলার আসামী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী টু পাড়িয়া সড়কটির বেহাল দশা

বীরগঞ্জে মাতাল স্বামীর অত্যাচার সইতে না পেরে গৃহবধূর আত্নহত্যা

দিনাজপুরে দিনে-দুপুরে নারীর গলা থেকে স্বর্ণ ছিনতাই, আটক-২ বন্ধু

গনপূর্ত বিভাগ আন্তঃ ডিভিশন ব্যাটমিন্টনে চ্যাম্পিয়ন পঞ্চগড়

রাণীশংকৈলে হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থীরা

বীরগঞ্জে সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে মানববন্ধন