দিনাজপুরে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী ছানাউল হক। এসময় নতুন ভবনে জোনাল অফিস ও কর্পোরেট শাখার ব্যাংকিং কার্যক্রমেরও শুভ উদ্বোধন করেন তিনি।
রবিবার দুপুরে শহরের গণেশতলায় রূপালী ব্যাংক লিমিটেড দিনাজপুর কর্পোরেট শাখার নিয়ন্ত্রণাধীন এটিএম বুথ, নতুন ভবনে জোনাল অফিস ও কর্পোরেট শাখার ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান।
এসময় ভাচর্‚য়ালী যুক্ত ছিলেন রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপ ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি জর্জিস আনাম, ব্যাংকের রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, দিনাজপুর জোনাল ব্যবস্থাপক মো. কামরুল হাসান, রংপুর জোনাল ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাহমুদ, লালমনিরহাট জোনাল ব্যবস্থাপক মো. সেলিম উদ্দিন, দিনাজপুর কর্পোরেট শাখা প্রধান মো. কামরুজ্জামান প্রমুখ।
এর আগে নতুন ভবনের কনফারেন্স রুমে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী ছানাউল হক।