খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেণি শিক্ষক, রোভার স্কাউট, গার্লস গাইড ও শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ উদযাপন উপজেলা কমিটির আয়োজনে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
ইউএনও মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম, খানসামা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ পুরষ্কারপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীগণ।