দিনাজপুর প্রতিনিধি \ সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে কুটুক্তি ও অবমাননার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন করেছেন ধর্মপ্রান মুসল্লিগণ।
সোমবার সকাল ১১টায় বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ফুলবাড়ী শাখার উদ্যোগে পৌর শহরের নিমতলা জামে মসজিদের সামনে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহসড়কের পাশে দাড়ীয়ে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়।
মানববন্ধনে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে কুটুক্তিকারী ভারতের ক্ষমতাশীনদল বিজেপি নেতা নুপুর শর্মা ও তার সহকারী নবীন কুমার জিন্দালের শাস্তির দাবী করেন মানববন্ধনে উপস্থিত ধর্মপ্রান মুসলিমগণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সপ্দক ও ফুলবাড়ী শাখার সভাপতি আলহাজ¦ শাহ আলম সালেহিন, সাধারণ সম্পাদক মাওলানা মো. হোসাইন, মাওলানা মো. হুমায়ুন কবির, মো. ওবাইদুল শাহ, মো. পারভেজ শাহেব প্রমুখ।
মানববন্ধনের শেষাংশে মহানবী হযরত মুহাম্মদ(সঃ) এর প্রতি দরুদ পাঠ করে মুনাজাত অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদরাসার ছাত্র ও ওলামায়ে একরামগণ সহ শতশত ধর্মপ্রান মুসলিমগণ অংশ গ্রহন করেন।