কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত বুধবার দুপুর ২টার দিকে কাহারোল উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিউড শন্স স্কিম , এমইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার রঞ্জন রায়। অন্যান্যদের বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল ইসলাম, কাহারোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোছাঃ আনজুমান আরা বেগম ও কৃতি শিক্ষার্থী শ্রাবনী রায়সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। যানা যায়, অত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৯জন কৃত্বি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।