দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুরের কোম্পানীর মোড়ে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নাহিদ হাসান নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার সকালে দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুর সদরের গোপালগঞ্জের কোম্পানীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র নাহিদ হাসান, বিরল উপজেলার ফুলতলা বাজার সংলগ্ন ফরিদুল ইসলামের ছেলে এবং দিনাজপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানায়, সোমবার স্কুল ছুটির পর ওই মহাসড়কের কোম্পানীর মোড় এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাস্তা ক্রসিংকালে পিছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয় নাহিদ। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।