হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়ালপ্রপার্টি ডে-২০২৫ উদযাপনউপলক্ষ্যে ইন্সটিটিউশনাল কোয়ালিটিএস্যুরেন্স সেল (আইকিউএসি) এরআয়োজনেশিক্ষকদের জন্য “ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস ইন বাংলাদেশ এডুকেশন সেক্টর”(বাংলাদেশেরশিক্ষাক্ষেত্রেবুদ্ধিবৃত্তিকসম্পদের অধিকার)শীর্ষকদিনব্যাপীকর্মশালাও সচেতনতাম‚লক র্যালিঅনুষ্ঠিতহয়েছে। এর অংশ হিসেবেসকাল ৯:৩০ টায়বাংলাদেশ বিশ্ববিদ্যালয়মঞ্জুরীকমিশনের (ইউজিসি) সদস্যপ্রফেসর ড. মাছুমাহাবিব ও হাবিপ্রবিরমাননীয়ভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. মো. এনামউল্যা এর নেতৃত্বে সকল শিক্ষকদের অংশগ্রহণেএকটিবর্ণাঢ্য র্যালিবিশ্ববিদ্যালয়ক্যাম্পাসপ্রদক্ষিণকরে।
দ্বিতীয়পর্বে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ আয়োজিত উক্ত কর্মশালায়প্রধানঅতিথি হিসেবেউপস্থিত ছিলেনইউজিসি’রমাননীয়সদস্য প্রফেসর ড. মাছুমাহাবিব, সভাপতিত্ব করেনহাবিপ্রবিরমাননীয়ভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষঅতিথি হিসেবেউপস্থিত ছিলেন প্রোভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. মো.শফিকুলইসলামসিকদারএবং ট্রেজারারপ্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবিরএবংইউজিসিরএসপিকিউএবিভাগেরপরিচালক ড. দুর্গারানীসরকার, স্বাগত বক্তব্য প্রদানকরেনআইকিউএসি’রপরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুলহুদা, সঞ্চালনাকরেনছাত্রপরামর্শ ও নির্দেশনাবিভাগেরসহকারীপরিচালকপ্রফেসর ড. মো. নিজামউদ্দিন। টেকনিক্যাল সেশনেরিসোর্স পার্সনহিসেবেউপস্থিত ছিলেনইউজিসি’রএসপিকিউএবিভাগের উপ-পরিচালকইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরউল্লাহ।
প্রধানঅতিথির বক্তব্যে ইউজিসি’রমাননীয়সদস্য প্রফেসর ড. মাছুমাহাবিববলেন, আমি সম্মানি বোধকরছিআমাকেপ্রধানঅতিথি হিসেবেআমন্ত্রণজানানোরজন্য।দিনাজপুরেরসন্তান, এখানকারমাটি ও মানুষের সাথে আমারনাড়িরসম্পর্ক, তাইএখানেআসতে পেরেআমিখুবইআনন্দিত। তিনিবলেন, সরকারি-বেসরকারিবিশ্ববিদ্যালয় দেখভালকরাইইউজিসির দায়িত্ব, তারপরওআমিবলবোঅবহেলিতজনপদের এই বিশ্ববিদ্যালয়টিকেএগিয়ে নেয়ারজন্য আমারব্যক্তিগত প্রচেষ্ঠাও কমিশনের পক্ষ থেকে যতোটুকু সম্ভব সহায়তাকরাহবে। বর্তমানসময়েআমরা ইন্টেলেকচুয়ালপ্রপার্টি রাইটসএরকথাবলছি, এরকারণহলোবিশ্ববিদ্যালয়েরশিক্ষকদের মেধাসত্ত¡ ও সৃজনশীলতাকে সুরক্ষিতকরা। কুষ্টিয়ারতিলেরখাজা, জামদানীকিংবাফজলিআম, যেটারকথাইবলেন, আরওঅনেকজিনিসরয়েছে যেগুলোকেজিআইপণ্য হিসেবে স্বীকৃতিপ্রদানকরাহচ্ছে। সেরকমআপনাররিসার্চ বাইনোভেটিভআইডিয়া গুলো যে আপনারছিল, কয়দিনপরে সেটাআপনিহারিয়ে ফেলবেন। দেশে বা বিদেশে অন্য কেউ হয়তোএটার দাবী করেবসবে, এজন্য এটিকেআমাদের সুরক্ষাপ্রদানকরতেহবে। এই প্রক্রিয়াকেসহজকরারজন্য ইউজিসিপ্রতিনিয়তকাজকরেযাচ্ছে।ইতোমধ্যে প্রায় ৫০টি বিশ^বিদ্যালয়েরশিক্ষক ও গবেষকদের অংশগ্রহণেআমাদের কার্যক্রম পরিচালিতহয়েছে। হাবিপ্রবি’রশিক্ষকদের গবেষণা ও প্যাটেন্ট এ অনেকএগিয়েযাওয়ায়তিনিউচ্ছশিতপ্রশংসাকরেন।পরিশেষে, উক্ত কর্মশালায়আমন্ত্রণজানানোরজন্য তিনিহাবিপ্রবিরমাননীয়ভাইস-চ্যান্সেলরসহসংশ্লিষ্টসকলকেধন্যবাদ জ্ঞাপনকরেন।
অনুষ্ঠানেসভাপতির বক্তব্যে হাবিপ্রবিরমাননীয়ভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. মো.এনামউল্যাবলেন, আজকেরঅনুষ্ঠানেরপ্রধানঅতিথি মহোদয় এই এলাকারইগর্বিতসন্তান, তাঁকে পেয়েআজআমরাঅত্যন্তআনন্দিত। হাবিপ্রবিতাঁরনিজেরবিশ্ববিদ্যালয়েরমতোই, তাইআশাকরিতিঁনিএরসার্বিকউন্নয়নেবিশেষঅবদানরাখবেন।
তিনিবলেন, হাবিপ্রবি দীর্ঘদিন থেকে অবহেলিত, বঞ্চিত ও বৈষম্যের স্বীকার। ব্যক্তিগতভাবে অনেকমানুষ বৈষম্যের স্বীকারহতেপারেকিন্তু দুঃখেরবিষয়হলো এই ভার্সিটিপ্রতিষ্ঠানহিসেবে বৈষম্যের স্বীকার। আশ্চর্যেরবিষয়হলো দীর্ঘদিন থেকে বিশ্ববিদ্যালয়েচলমান কোনউন্নয়নপ্রজেক্ট নেই, অথচ একই সময়েঅন্য বিশ্ববিদ্যালয়েবিশালউন্নয়নবাজেট দেয়া হয়েছে। এ সময়ভিসিমহোদয়বিশ্ববিদ্যালয়েরশিক্ষকসংকট, জায়গাসংকট, শিক্ষার্থীদেরআবাসিকহলেরসংকটসহবিভিন্নবিষয়েবিস্তারিততুলেধরেন। পরিশেষে,তিনিপ্রধানঅতিথি মহোদয়কেধন্যবাদ ও কৃতজ্ঞতাজানিয়েকর্মশালারউদ্বোধনীঅনুষ্ঠানেরসমাপ্তি ঘোষণাকরেন।
উল্লেখ্য, উক্তকর্মশালারউদ্দেশ্যহলো, বাংলাদেশেরউচ্চশিক্ষাপ্রতিষ্ঠানসম‚হে ইন্টেলেকচুয়ালপ্রপার্টি রাইটস (আইপিআর)/পেটেন্টবিষয়কসচেতনতা বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনেরমাধ্যমে নতুনজ্ঞান সৃষ্টিও তারযথাযথ সুরক্ষানিশ্চিতকরণ, সংশ্লিষ্টশিক্ষকদের পেটেন্ট ও আইপিআরসংক্রান্তজ্ঞানস¤প্রসারণ, পাশাপাশিশিক্ষা ও গবেষণারমানউন্নয়নেরক্ষেত্রেআইপিআরেরভ‚মিকাবিষয়েবিস্তারিতধারণাপ্রদানকরা। বিশ্ববিদ্যালয়েরবিভিন্নঅনুষদের সম্মানিতশিক্ষকগণকর্মশালায়অংশগ্রহণকরেন। পাশাপাশি এ সময় ইন্টেলেকচুয়ালপ্রপার্টি রাইটসএরউপরঅনুষ্ঠিতকুইজ এ বিজয়ীশিক্ষার্থীদেরহাতেপুরস্কার তুলে দেন প্রধানঅতিথি ও সভাপতিমহোদয়।