হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা’র সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
এসময় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রাকিবুজ্জামান, সরকারি মোসলেম উদ্দিন কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেনসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।