বোদা (পঞ্চগড়)প্রতিনিধি\ পঞ্চগড়ের বোদায় বণাঢ়্য র্যালি,আলোচনা সভা ও হাত ধোয়ার মধ্যদিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি বণাঢ়্য র্যালি বের করা হয়। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মো.সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বোদা থানার ওসি সুজয় কুমার রায়,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী নুনী গোপাল সিংহ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু বক্তব্য রাখেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোয়া কর্মসুচি পালন করা হয়।