শুক্রবার , ১৭ জুন ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ১৭, ২০২২ ৯:৩১ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি \
র‌্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক বিশেষ অভিযানে ২৯০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চিরিরবন্দর এলাকা হতে মাদক সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল সংগ্রহ করে ফুলবাড়ি এলাকায় অটোবাইক যোগে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৭জুন ভোরে দিনাজপুরের পাবর্তীপুর থানাধীন বালুপাড়া এলাকায় র‌্যাবের একটি দল নিশ্চিত হয়ে বালুপাড়া ব্রীজের উপর অটোবাইকটি তল্লাশী করে অটোবাইকে রক্ষিত প্লাস্টিকের ক্যারেটে কৌশলে লিচু সাজিয়ে তার মধ্যে ১৫০ বোতল ফেন্সিডিল এবং ড্রাইভিং সিটের নিচে লুকানো অবস্থায় ১৪০ বোতল ফেন্সিডিলসহ সর্বমোট ২৯০ বোতল ফেন্সিডিলসহ আসামী মোঃ জাকারিয়া(২০), সাং-আমতলী চকমুশা,থানাঃ চিরিরবন্দর, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করে। এ সময় মাদকদ্রব্য ফেন্সিডিল বহনে ব্যবহৃত অটোবাইকটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল সংগ্রহ করিয়া স্থানীয়ভাবে মাদক ব্যবসা সহ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করিয়া আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত