রবিবার , ১২ জানুয়ারি ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৩দফা দাবিতে দিনাজপুরে চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যদের মানববন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১২, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ

পিলখানা ট্রাজেডির ঘটনায় তৎকালীন চাকরিচ্যুত বিডিয়ার সদস্যদের চাকরিতে পুনর্বহালসহ তিনদফা দাবিতে মানববন্ধন করেছেন চাকরিচ্যুত বিডিয়ার ও তাদের পরিবারের সদস্যরা।
রবিবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে বিডিআর কল্যাণ পরিষদ দিনাজপুর জেলা শাখার ব্যানারে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং তাদের পরিবারের স্বজনরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ডিএডি আলী আকবর, নায়েক সুবেদার সেকেন্দার আলী, ল্যান্স নায়েক দেলোয়ার হোসেন, নায়েক হাসিবুর রহমান, জেলবন্ধী নায়েক ওয়াহেদের স্ত্রী মোছাঃ শরিফা বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তৎকালীন সরকার শেখ হাসিনার নির্দেশে ও তার দোসরদের চক্রান্তে বিডিআর বিদ্রোহের নাটক সাজানো হয়। সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যার পর নির্দোষ বিডিআর সদস্যদেরকে চাকরিচ্যুত ও সাজা দিয়ে লোক দেখানো তদন্তের নামে ঘটনা ধামাচাপা দেওয়া হয়। বিডিআর সদস্যদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এতে কয়েক হাজার বিডিআর সদস্য ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। সাজার মেয়াদ শেষ হওয়ার পরও নিরাপদ যেসব বিডিআর সদস্য জেলবন্দি আছেন তাদের মুক্তিরও দাবি করেন বক্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও