বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার শিশুদের বিনামুল্যে চক্ষু পরীক্ষা করার জন্য গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল দিনাজপুর ও সেতাবগঞ্জ ভিশন সেন্টার আয়োজিত দুই দিব ব্যাপী চক্ষু সেবা দান কর্মশালার উদ্বোধন করা হয়।
বুধবার সকাল ১১টায় সেতাবগঞ্জ বাসষ্ট্যান্ড সংলগ্ন আই ভিশন সেন্টারে দিনাজপুর গাউসুল আযম চক্ষু হাসপাতালের পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানীর সভাপতিত্বে কর্মশালায় শুভ উদ্বোধন করেন প্রধান অতিথির বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্যা রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, সেতাবগঞ্জ চিনিকলের আখচাষী সমিতির সভাপতি ও সমাজ সেবক ফয়জুল আলম চৌধুরী বাবলু, গাউসুল আযম চক্ষু হাসপাতাল কার্যকরি কমিটির সদস্য সবুর চৌধুরী, ডাঃ ওয়াহিদা বেগম। অনুষ্ঠান সঞ্চালন করেন গাউসুল আযম চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ সফিকুল আলম। উক্ত কর্মশালায় বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও সুধিজনরা অংশ নেয়।