হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিভিন্ন কমিটির আহবায়ক ও সদস্য সচিব/ফোকাল পয়েন্ট ও সদস্যগণকে (শিক্ষক-কর্মকর্তাবৃন্দ) নিয়ে “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল” শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে শুরু হয়েছে। সকাল সাড়ে ৯ টায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর কনফারেন্স রুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন হাবিপ্রবির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর একাউন্টিং ও ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা জনাব এম. আমিনুর। অনুষ্ঠানে উপস্থাপনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহ্ মইনুর রহমান।
এ সময় হাবিপ্রবির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার বলেন, একটি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও গতিশীলতার জন্য শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন অত্যন্ত জরুরী। এটির গুরুত্ব অনুধাবন করেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল এর উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের জন্য আজকের কর্মশালা খুবই গুরুত্বপ‚র্ণ। এই বিষয়গুলো শেখার পর এর প্রতিফলনে আমাদের কাজ করে যেতে হবে। এ ধরণের কর্মশালা আয়োজনের জন্য তিনি আইকিউএসি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।