বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে রোদ বৃষ্টি উপেক্ষা করে নিয়মিত মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় করায় ২৬ জন শিশু-কিশোরদের মাঝে বাইসাইকেল ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ জুলাই -২০২২) জুম্মার নামাজের পরে পৌরসভার ৫নং ওয়ার্ডের বাইতুর রহমান থানাপাড়া জামে মসজিদ কমিটির আয়োজনে ৩০ দিনব্যাপী মসজিদ মুখি নিয়মিত নামাজ আদায় কারী ২৬ জন শিশু-কিশোরদের মাঝে ৫ জন বাইসাইকেল এবং ২১ জনের মাঝে জায়নামাজ ও কোরআন শরিফ প্রদান করেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল। এসময় ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান মেহেদী, বীরগঞ্জ কেন্দ্রীয় জমে মসজিদের ইমাম মুফতি মাওঃ মোঃ জাহিদুল ইসলাম, বাইতুর রহমান থানাপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মো.শামসুল আলম বাবুয়া, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, বীরগঞ্জ জননী ষ্টোরের স্বত্বাধিকারী মো. আজিজুল ইসলাম, ডা. ফজলে এলাহি, বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো. মনোয়ার হোসেন সহ মসজিদ কমিটির সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এব্যাপারে বাইতুর রহমান থানাপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি শামসুল আলম জানান, গত একমাস পূর্বে আলোচনা সাপেক্ষে নামাজমূখি করার লক্ষে ৩০ দিনব্যাপী নিয়মিত জামায়াতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু কিশোরদের মাঝে পুরস্কার হিসেবে বিনামূল্যে বাইসাইকেল, জায়নামাজ ও কোরআন শরিফ বিতরণ করা হয়।