কাহারোল প্রতিনিধি\ দিনাজপুরের কাহারোল উপজেলার প্রতিটি গ্রামে ঘরে ঘরে চলছে নবান্নের আমেজ। গতকাল কাহারোল উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দেখা দেছে নবান্নকে কেন্দ্র করে কৃষকেরা মাঠে নতুন ধান কেটে বাড়িতে এনে মাড়াই করছে। আবার কৃষানীরা নতুন ধান খোলানে সুখিয়ে চাল বানার প্রস্তুতি নিচ্ছে। কেউবা ঘরদর পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন। নতুন ধানে নবান্ন পালনের প্রস্তুতি যেন বড় ধরনের কোনো অনুষ্ঠান পালন করা হবে কৃষকের বাড়িতে বাড়িতে। গ্রামে গ্রামে দেখা যাচ্ছে ঢেকিতে করে চাল ভাঙতেছে নারীরা। কেউবা ঢেকি তে পার দিচ্ছে চাল তৈরি করার জন্য আবার অন্য নারী চাল থেকে আটা হচ্ছে সেই আটা চালনা দিয়ে চালছেন। পিঠা পায়েস পুড়ি বানানোর প্রস্তুতি নিচ্ছেন মহিলারা। দূর দুরান্ত হতে আত্মীয়স্বজন আসবেন তাই প্রস্তুতি নেওয়া হচ্ছে আগে ভাবেই। উপজেলার ডহচী গ্রামের কৃষক অতুল চন্দ্র রায় বলেন, পূর্ব পুরুষ থেকে অগ্রাহনের প্রথমেই নতুন ধান কাটার পর সেই চাল দিয়ে আমরা নবান্ন করে থাকি।