১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে দিনাজপুর জেলা বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা যৌথ উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ, র্যালি ও বালুবাড়ি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি পালিত হয়। সিপিবির সভাপতি কমরেড মেহেরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড মোশাররফ হোসেন নান্নু, বাসদের জেলা নেতা জনক রায়, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক মনিরুজ্জামান মুনির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শহীদ বুদ্ধিজীবী দিবসের সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জাতিকে মেধা শুন্য করতে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদররা পরিকল্পিতভাবে শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, ডাক্তারসহ দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেন। দুঃখজনক হলেও সত্য যে, স্বাধীনতার ৫৩ বছরেও শহীদ বুদ্ধিজীবীদের এখনো পূর্ণাঙ্গ তালিকা হয়নি। এমনকি বুদ্ধিজীবী হত্যাকাÐের সাথে যুক্ত সকলকে এখনো বিচারের আওতায় আনা হয়নি। উল্টো স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী গোষ্ঠী নানা ধরনের চক্রান্ত-ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।
বক্তাগণ জুলাই-আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের আকাংখাকে ধারণ করে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশ ও গণতন্ত্র বিরোধী গোষ্ঠীর সকল ধরনের অপতৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান।