হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি।
ঠাকুরগায়ের হরিপুর চৌরঙ্গী বাজারে ২৪ শে জুন দুপুরের দিকে মোটর সাইকেল চুরি করার সময় স্হানীয়রা হাতে নাতে চোরকে আটক করতে সক্ষম হয়।
জানাযায়, আটককৃত মোটর সাইকেল চোর রানীশংকৈল উপজেলার বম্মপুর /বসতপুর গ্রামের জাহাঙ্গীরের পুত্র সোহেল কে স্হানীয় ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদে রাখা হয়। পরে স্হানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে থানা পুলিশকে সোর্পদ করা হয়।
এ বিষয়ে হরিপুর থানা অফিসার্স ইনচার্জ
এ ঘটনাটি নিশ্চত করে বলেন এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।
তিনি আরো বলেন বর্তমানে আসামী থানা হেফাজতে আছে।
এলাকাবাসী জানায়,চুরি ঘটনার সাথে
তিনজন জরিত ছিল তবে জনতা হাতে নাতে মোটর সাইকেল সহ ১ জন কে আটক করার সময় সহযোগী ২ জন সটকে পরে।