দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে ইজিবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল হোসেন নামে মোটরসাইকেল আরোহী নিহত এবং সাজ্জাদ হোসেন নামে অপর এক কিশোর আহত হয়েছে। আহতকে বিরামপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার বেলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল হোসেন(২০) দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।
অপরজন আহত সাজ্জাদ হোসেন(১৭) নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের হেলাল হোসেনের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে বিরামপুর থেকে মোটরসাইকেল নিয়ে ফুলবাড়ির দিকে যাচ্ছিলেন ওই দুজন। পথে বেলডাঙ্গা এলাকায় ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জনই ছিটকে মহাসড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রæত তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।