শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রমজানের এক মাস আগেই বীরগঞ্জের বাজারে বেড়েছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: রমজানের বাকি এক মাস। পবিত্র রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের দাম হু-হু করে ঊর্ধ্বগামী হয়ে উঠছে দিনাজপুরের বীরগঞ্জে। গত দু’ সপ্তাহ আগে থেকেই বাজারে বেড়েছে ইফতারের প্রয়োজনীয় বেশিরভাগ সামগ্রী ও কাঁচামালের দাম। বীরগঞ্জ পৌরবাজার ও উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি সাদা চিনি ১১০/১১৫ টাকায় বিক্রি হচ্ছে। এক লিটার বোতলজাত তেল ১৯০ এবং পাঁচ লিটার তেল ৯০০ টাকায় বিক্রি হচ্ছে, আর এক কেজি খোলা তেল ১৯০/১৯৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। এছাড়াও মসুরের ডাল ১১০/১৪০, মুগ ডাল ১৪০, বুটের ডাল ৮৫/৯০ এবং ছোলা ৯০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি খোলা আটা ৬২/৬৩ এবং প্যাকেট আটা ৬৫/৭০ টাকায় এবং চাল ৫৪/৫৬, স্বর্ণা ৫০/৫২ এবং কাটারিভোগ চাল মানভেদে ৭০/৭২ বিক্রি হতে দেখা যায়। ব্রয়লার মুরগি ২৮০/৩০০ টাকায় বিক্রি হচ্ছে, দেশি মুরগী ৪৮০ টাকা,এছাড়াও ডিম প্রতি হালি ৪৪ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে কাঁচা তরতরকারি দামে বাড়ছে কাঁচা মরিচ ৮০ টাকা, পিয়াজ ৩৫ টাকা , রসুন ৬০ টাকা , আলু ২৫ টাকা,বেগুন ৩০ টাকা, শসা ৪০ টাকা,পটোল ৮০/৯০ টাকা কেজি,কঁরলা ১২০/১৩০ টাকা, শিম ২০/২৫ টাকা, টমেটো ৩০/৩৫ টাকা, কাগজি লেবু ১৫ টাকা থেকে ১৮ টাকা, আদা ১৬০ টাকা থেকে ১৮০ টাকা, মুড়ি ৫০ টাকা থেকে ৬০ টাকা, গরুর মাংস ৪০০ টাকা থেকে ৫০০টাকা, খাসির মাংস ৮০০ টাকা থেকে ৯০০ টাকা বিক্রি হচ্ছে। ভোক্তা ও সচেতন মহল বললেন, নিয়মিত বাজার মনিটরিং অভিযান পরিচালনা না হওয়ায়, নিত্যপ্রয়োজনী খাদ্য সামগ্রীর হু হু করে বাড়তে শুরু করেছে। বীরগঞ্জ পৌরশহরের বলাকা মোড় এলাকার কাঁচা তরতরকারি বিক্রেতা মো.হাসান আলী জানান,বাজারে তরতরকারি আমদানি কম থাকায় বেশি দামে কিনে, বেশি দামে বিক্রি করা হচ্ছে। এতে করে পুঁজি বেশি খাটাতে হচ্ছে। রিক্সাচালক সোহাগ বলেন,আমরা দিনমজুর মানুষের কষ্টের শেষ নেই। নিত্যপ্রয়োজীয় খাদ্য সামগ্রীর দাম যেভাবে বাড়ছে, তাতে বিগত দিনের সঙ্গে হিসাব মিলানো কঠিন হচ্ছে। সারাদিন রিকশা চালিয়ে ৩০০/৪০০ টাকা আয় রোজকার হলেও তা দিয়ে সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাট থানার ওসি কে বিদায় সংবর্ধনা

শুল্ককর বৃদ্ধির কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ জাতিসংঘে অনুমোদন

বীরগঞ্জে অবশেষে মুক্ত আকাশে ডানা মেলল ১৬ শকুন

এ সরকারের অধিনে কোন নির্বাচন হতে দেব না -ঠাকুরগাঁওয়ে আমান উল্লাহ আমান

দিনাজপুর -১ আসনে ৭ জনের মধ্যে এক স্বতন্ত্র প্রার্থী’র মনোনয়নপত্র বাতিল

পায়ে হেঁটে চার রোভারের দেড়’শ কিলোমিটার পরিভ্রমণকালে বীরগঞ্জে গণ সংবর্ধণা

ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচন রাত পোহালেই ইভিএম – এ ভোট !

ঠাকুরগাঁওয়ে অস্ত্র সহ ২ জেএমবি সদস্য গ্রেফতার, পুলিশের সংবাদ সম্মেলন

হরিপুরে মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও পূজা মন্ডব পরিদর্শনে-ত্র্যাডঃ টুলু