বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ “মাদক সেবন রোধ করি.সুস্থ সুন্দর জীবন গড়ি ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে মাদবদ্রব্যের অপব্যবহারের ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৬ জুন -২০২২) বিকেলে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স সহযোগিতায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ ওসমান গনি। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবু রেজা মোঃ আসাদুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সারোয়ার মোর্শেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ আরজিনা খাতুন, বিভিন্ন সরকারি দপ্তর ও এনজিও কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, স্কুল শিক্ষক, ছাত্র ছাত্রীসহ স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।