বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে তীব্র তাপদাহে শ্রমজীবীদের তৃষ্ণা মেটাতে অন্যন্য উদ্যোগ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ২৫, ২০২৪ ১১:১৪ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
সারাদেশে তীব্র তাপদাহে চরম দুর্ভোগ নেমে এসেছে দিনাজপুরের বীরগঞ্জের শ্রমজীবী,পথচারী মানুষের মাঝে। তীব্র তাপদাহের পাশাপাশি বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ট প্রাণিকুলও। তীব্র তাপদাহকে উপেক্ষা নিরুপায় হয়ে জীবন ও জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হয়েছে তাদের।
প্রচন্ড তাপদাহের মধ্যেই কাজের সন্ধানে ছুটে চলা মানুষগুলি যখন ক্লান্ত ও তৃষ্ণার্ত তখন তাদের জন্য মানবতার ফেরিওয়ালা বলে পরিচিত তরুন সমাজ সেবক সোহেল আহমেদের অনন্য আয়োজন সবার নজর কেড়েছে। তিনি পৌর শহরের প্রতিটি মোড়ে মোড়ে ঠান্ডা পানির বোতলের কাটুন রেখে দিয়েছেন খেটে খাওয়া শ্রমজীবি মানুষের জন্য। সেখান থেকে তৃষ্ণার্ত মানুষ তাদের প্রয়োজনে নিজেই পানির বোতল সংগ্রহ করেন। শ্রমজীবি মানুষের পাশাপাশি পথচারীরাও এই সুবিধা থেকে বাদ পড়েনি। মানুষের তৃষ্ণা মেটানো জন্য বুধবার দিনভর ঠান্ডা পানির বোতল বিতরনের দৃশ্য সাধারন মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

সোহেল আহমেদের এই উদ্যোগেকে স্বাগত জানিয়ে রিক্সা চালক রবিউল ইসলাম জানান, জীবনের তাগিদে রিক্সা নিয়ে কাজে বের হয়েছি। এই প্রচন্ড তাপদাহে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই মুহুর্তে পথের ধারে রাখা ফ্রিজের ঠান্ডা পানির বোতল যেন আমাদের কাছে আশির্বাদ হিসেবে মনে হয়েছে।

একই কথা জানিয়ে ভ্যান চালক মোঃ সফিকুল ইসলাম জানান, প্রচন্ড তাপদাহে আমাদের ভ্যান নিয়ে বের হতে হয়েছে। কারণ বসে থাকার মতো সুযোগ আমাদের নেই। দ্রব্য মূল্যের উর্ধগতিতে একদিন ভ্যান নিয়ে বের না হলে সংসার চালানো কঠিন হয়ে যায়। ভ্যান নিয়ে ক্লান্ত শরীরে মোড়ে মোড়ে খাবার ঠান্ডা পানি পেয়ে শরীর কিছু বেগ পেয়েছে। শ্রমজীবি মানুষের জন্য এ ধরণের মানবিক উদ্যোগগুলি আরও বেশি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত।
এ ব্যাপারে সোহেল আহমেদ বলেন, প্রচন্ড তাপদাহে শ্রমজীবি মানুষের পাশে থাকার জন্য এটি সামান্য উদ্যোগ। সমাজের সকল শ্রেণী ও পেশার মানুষের উচিত যে কোন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকার জন্য সাধ্যমতো উদ্যোগ গ্রহণ করা। কারণ আমাদের ক্ষুদ্র উদ্যোগে উপকৃত হবে দেশের সকল মানুষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তন্ত্রমন্ত্রের পাতা খেলা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট-এর নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে গাছের চারা বিতরণকালে জেলা প্রশাসক

আটোয়ারীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল

ভোট দেওয়ার দায়িত্ব আপনার উন্নয়ন করার দায়িত্ব আমার —-রাণীশংকৈলে হাফিজ উদ্দীন আহম্মেদ এমপি

রবিবার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান. রাণীশংকৈলে ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে বিদ্যালয়

নবরূপী’র শাহজাহান শাহ্্ ২য় নাট্যোৎসবে নাট্য সমিতির মঞ্চে নন্দিনীর পালা মঞ্চস্থ

বীরগঞ্জে ভুট্টার বাম্পার ফলন,দামও ভালো

পঞ্চগড়ে ব্র্যাকের উদ্যোগে অতিদরিদ্র নারীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ