বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন -২০২২) দুপুরে বাজেট ঘোষণা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌর মোশারফ হোসেন বাবুল। ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব ও উন্নয়ন বাবদ প্রায় ১১কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮শত ৮০ টাকার বাজেট ঘোষণা করে পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল জানান, সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বীরগঞ্জ পৌরসভার সেবার মান উন্নয়ন, জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতা চর্চার প্রচেষ্টা হিসেবে। এসময় বীরগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান সিদ্দিকি, ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর আব্দুল বারিক, আশরাফুল আলম ফুলি, আব্দুল আহাদ,মুকতার হোসেন, মেহেদি হাসান মেহেদি, হুমায়ুন কবির,বনমালী রায়,আব্দুল্লাহ আল হাবিব মামুন, তাইজুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফুলেশা বেগম, নার্গিস আক্তার কেয়া, সাবিনা ইয়াসমিন সামিয়া সহ পৌরসভার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।