বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ জনগনের ভোগান্তি দূর করতে স্লুইসগেট সহ পৌরশহরের জনবহুল গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পাবলিক টয়লেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
পৌরসভা এলাকার জনগনের ভোগান্তি দূর করতে স্লুইসগেট সহ পৌরশহরের জনবহুল গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৫টি পাবলিক টয়লেটের নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে। বৃহস্পতিবার ৩০ জুন দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১০ লক্ষ টাকা ব্যয়ে চলমান কাজের মধ্যে বীরগঞ্জ পৌরসভার ০৪ নং ওয়ার্ডে অবস্থিত বীরগঞ্জের একমাত্র বিনোদন কেন্দ্র স্লুইজগেট এ পাবলিক টয়লেট নির্মাণ কাজের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন অত্র পৌরসভার সন্মানিত মেয়র মোঃ মোশারফ হোসেন। এ সময় অত্র পৌরসভার সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর বৃন্দ,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বীরগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।