হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক এর সভাপতিত্বে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা এম এ জাহিদ ইবনে সুলতান। হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতির সহসভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক আলী আকবর,
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আলমগীর, জেলা পরিষদ সদস্য সাবিনা ইয়াসমিন রিপা,আওয়ামী লীগ নেতা মনোয়ারুল ইসলাম রিপন, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা আক্তার বানু,শীতলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকসহ সূধীজন।