শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং শতভাগ উৎসবভাতা প্রদানসহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখা।
২ জুলাই শনিবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে সকাল ১১টায় বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আহসানুল হক মুকুল-এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি ফজলুর রহমান, বুনু বিশ্বাস, সাধারন সম্পাদক মাতলুবুল মামুন, দিনাজপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল হামিদ, কাহারোল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাহবুব আলম, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, পার্বতীপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু এহিয়া, বোচাগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুশেন চন্দ্র, বিরামপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সারাদেশে শিক্ষক নির্যাতন ও সম্প্রতি এক শিক্ষককে হত্যার চিত্র তুলে ধরে শিক্ষক লাঞ্চিত ও হত্যাকারীদের দ্রæত বিচার ট্রাইবুনালে সর্বোচ্চ শাস্তি এবং উৎসবভাতা প্রদানসহ মাধ্যমিক শিক্ষাকে দ্রæত জাতীয়করণের আওতায় আনার দাবী জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
মানবন্ধনে সঞ্চালনে ছিলেন দিনাজপুর জেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লোকমান হাকিম ও সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মাসঊদ আলম। এ ছাড়া জেলা, সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য ও উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।