দিনাজপুরে বর্ণাঢ্য বিভিন্ন আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বৈশাখী মেলা, ঘুড়ি উৎসব, পান্তাভাত, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
সোমবার পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর একাডেমী স্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেনারেল হাসপাতাল মোড়, পৌরসভার মোড় পৌর হয়ে গোর এ শহীদ বড়মাঠে গিয়ে শেষ হয়।
বিভিন্ন রঙবেরঙের পোষ্টার ও ব্যানার হাতে নিয়ে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে গোর এ শহীদ বড়মাঠে আলোনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোক্ররম হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও আস্করপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু আবু বকর সিদ্দিক, পৌরসভার প্রশাসক সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইমতিয়াজ হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত দিনে আমাদের মাঝে যেসব খারাপ দিক ছিল সেগুলোকে ভুলে যাবো। আমরা নতুনকে ধারন করে সামনে এগিয়ে যাবো। আমরা সবাই দেশের কল্যাণ কাজ করব নববর্ষে এই হোক আমাদের প্রত্যাশা।
আলোচনা সভা শেষে বাংলা নববর্ষ উপলক্ষে বড়মাঠে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বৈশাখী মেলা ও ঘুড়ি উড়ানো উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মারুফাত হোসাইনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এদিকে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ৯ টায় জেল রোডস্থ দিনাজপুর জেলা বিএনপি কার্যালয় থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রায় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব মোঃ বকর সিদ্দিক, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মােঃ আক্তারুজ্জামান জুয়েল, বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান সরকারসহ জেলা বিএনপি, পৌর বিএনপি, কোতওয়ালি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদল, কৃষক দল, তাঁতি দলসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সরকারি মহিলা কলেজ
বাংলা নববর্ষ-১৪৩২ উপদযাপন উপলক্ষে দিনাজপুর সরকারি মহিলা কলেজ ব্যাপক কর্মসুচী পালন করেছে। নববর্ষে সকাল ৯টায় বর্ষবরন আনন্দ শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ শেষে পান্তা ভাতের আয়োজন। এর পর সরকারি মহিলা কলেজ চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান ও বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ তহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন কমিটি সরকারি মহিলা কলেজের আহবায়ক প্রফেসর মোঃ আনোয়ারুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক নূর-এ-আলম সিদ্দিকী, সহকারী অধ্যাপক মির্জা নুরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
হলি ল্যান্ড কলেজ
দিনাজপুর হলি ল্যান্ড কলেজ-এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায় শহরের বালুবাড়ি কলেজে ক্যাম্পাস থেকে অধ্যক্ষ, শিক্ষক ও সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ষবরণের বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
দ্বিতীয় পর্বে ক্যাম্পাসে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হলি ল্যান্ড কলেজ এর সভাপতি প্রফেসর মোঃ আব্দুর রউফ। কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা: হাবিবুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধাক্ষ ইকবাল কবির মোগল, কলেজ ব্যবস্থাপনা কমিটির পরিচালক সৈয়দ সায়েম আহমেদ মিঠু, সালাউদ্দিন খোকন প্রমুখ ।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সোমবার সকাল ৮ টায় উপজেলা পরিষদ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে ওসমানপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।পরে আগত স্কুল কলেজের শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে পান্তা ভাত ভোজের আয়োজন করা হয়।উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুর কুড়িগ্রাম, উপজেলা শিল্পকলা একাডেমী ও রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনের শিল্পবৃন্দ সংগীত পরিবেশন করেন।এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার (ওসি) নাজমুল হক, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম সহ অনেকে।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: সোমবার সকাল সাড়ে ৯টায় চিরিরবন্দর উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানাবিধ ফেস্টুন, হাতি, গরু গাড়ি, ঘোড়া গাড়ি, সুসজ্জিত ব্যান্ডদলের সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া। এসময় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ, অধ্যক্ষ মমিনুল ইসলাম, অধ্যক্ষ রেজাউল করিম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নূর-এ-আলম সিদ্দিকী নয়ন প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার রানীরবন্দর নজরুল পাঠাগার ও ক্লাব, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন করেছে।
নবাবগঞ্জ
নবাবগন্জ (দিনাজপুর) প্রতিনিধি\ নবাবগঞ্জে বাংলা নববর্ষ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় বর্ণাঢ্য সাজে বর্ষ বরণ আনন্দ শোভাযাত্রা উপজেলার সদরের মুল সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহন করে। শোভা যাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য দেন নজরুল ইসলাম ফতে, এসিল্যান্ড,ড প্রাণী সম্পদ কর্মকর্তা, কৃষি অফিসার, জামাতের আঃ মান্নান, গণ অধিকারের এডভোকেট সাইদুর রহমান সুমন প্রচার সম্পাদক, উপজেলা শাখা, আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছাড়াও উপজেলা বিএনপির আয়োজনে পৃথক ভাবে বর্ষ বরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
খানসামা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:নানা আয়োজনে খানসামা উপজেলায় উৎযাপিত হয়েছে বাংলা নববর্ষ- পহেলা বৈশাখ- ১৪৩২। সোমবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্তে উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে শুরু হয় নতুন বছরকে বরণ করার নানা আয়োজন।
এ উপলক্ষে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল সাজে সজ্জিত একটি আনন্দ শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা,পান্তা ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন করা হয়েছে ৭ দিন ব্যাপী বৈশাখী মেলা।
উপজেলা ইউএনও কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ,অফিসার ইনচার্জ নজমূল হক,ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সংবাদকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন।
কাহারোল
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ বঙ্গাব্দ পহেলা বৈশাখ পালন উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে গরুর গাড়ি, ব্যান্ড পাটির বাজনা বাজিয়ে ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রী এবং সুধিজনের অংশগ্রহণে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করেন। উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন প্রতযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ভাতের আয়োজন ও এক আলোচনা সভা উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্থানীয় সুধি জনেরা বাংলা নববর্ষকে বরণ করে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনসহ অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালিত হয় এ উপজেলায়।